ঢাবিতে সাংবাদিকের সঙ্গে মারমুখী আচরণ ছাত্রলীগ নেতার

প্রকাশ | ১৭ মে ২০২২, ২২:৫৫ | আপডেট: ১৮ মে ২০২২, ১১:০৫

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

নিজেদের মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের মারামারির ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহের সময় এক সাংবাদিককে গালি-গালাজ ও তেড়ে গিয়ে মারমুখী আচরণের অভিযোগ পাওয়া গেছে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত পুতুল চন্দ্র রায় কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক। ভুক্তভোগী সাংবাদিকের নাম শাফাত রহমান। তিনি বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন।

এই বিষয়ে সাংবাদিক শাফাত রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রলীগের শোভাযাত্রা মধুর ক্যান্টিন থেকে টিএসসি পৌঁছালে সেখানে বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী সংঘর্ষে লিপ্ত হন। আমি সেই ঘটনার ভিডিও করতে গেলে পুতুল চন্দ্র রায় আমাকে মারতে উদ্যত হন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। পরে তার সঙ্গে থাকা কয়েকজন আমাকে সরিয়ে নিতে চাইলে তিনি হুমকি দিতে থাকেন।

এই বিষয়ে পুতুল চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ক্যাম্পাসের সবুজ চত্বরে বিভিন্ন হল শাখা ছাত্রলীগের র‌্যালিতেও মারধরের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/১৭মে/আরএল/কেএম)