এনু-রুপনের ভাই সহিদুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০২২, ১১:০৭ | প্রকাশিত : ১৮ মে ২০২২, ০৮:১৩
প্রতীকি ছবি

অর্থপাচারের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা এনু ও রুপনের ভাই সহিদুল হক ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সহিদুল হক মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এনু গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং রুপন ভূঁইয়া যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গত ২৫ এপ্রিল এনামুল হক ভূঁইয়া ওরফে এনু ও তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের চার কোটি টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আসামিদের আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- এনু ও রুপনের ভাই মেরাজুল হক ভূঁইয়া, রশিদুল হক ভূঁইয়া ও সহিদুল হক ভূঁইয়া, তাদের সহযোগী পাভেল রহমান, জয় গোপাল সরকার, তুহিন মুন্সি, আবুল কালাম আজাদ, নবীর হোসেন শিকদার ও সাইফুল ইসলাম।

২০১৯ সালে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানে নামে র‌্যাব। ওই অভিযানের সময়ই আলোচনায় আসেন এনু ও রুপন। ওই বছরের ১৮ সেপ্টেম্বর রাজধানীর কয়েকটি ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ জব্দ করে র‌্যাব। এর ছয় দিন পর ২৪ সেপ্টেম্বর প্রথমে এনু ও রুপনের বাড়িতে এবং পরে তাদের এক কর্মচারী ও এক বন্ধুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচটি সিন্দুকভর্তি প্রায় পাঁচ কোটি টাকা, আট কেজি স্বর্ণ ও ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক সাতটি মামলা করা হয় এনু ও রুপনের বিরুদ্ধে।

২০২০ সালের ১৩ জানুয়ারি সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে এনু ও রুপন এবং তাদের সহযোগী সানিকে ৪০ লাখ টাকাসহ গ্রেপ্তার করে সিআইডি। এরপর তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ রাজধানীর বিভিন্ন থানায় এক ডজন মামলা করা হয়। এর মধ্যে রাজধানীর ওয়ারী থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা এই মামলাটির রায়ই প্রথম ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১৮মে/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :