ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে ক্ষমতাসীন দলের এমপি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মে ২০২২, ১২:০০ | প্রকাশিত : ১৮ মে ২০২২, ১০:৫১

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ দলের একজন আইনপ্রণেতাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিভাগের বরাত দিয়ে বিবিসি জানায়, ২০০২ ও ২০০৯ সালে ধর্ষণের ঘটনা ঘটে। এ নিয়ে একটি অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার ওই এমপির নাম প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে সরকারি ক্ষমতা অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে।

পুলিশের এক মুখপাত্র জানান, ২০২০ সালের জানুয়ারিতে লন্ডন পুলিশ ২০০২ থেকে ২০০৯ সালে সংঘটিত যৌন অপরাধ নিয়ে একটি অভিযোগ পেয়েছিল। অপরাধগুলো লন্ডনে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ‘অশ্লীল হামলা, যৌন নিপীড়ন, ধর্ষণ, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অফিসে অসদাচরণের সন্দেহভাজন হিসেবে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

অন্যদিকে তদন্ত চলাকালীন ওই এমপিকে পার্লামেন্টে উপস্থিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ।

হুইপের কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘তদন্ত চলাকালে ওই এমপিকে পার্লামেন্ট এলাকায় আসতে নিষেধ করেছেন চিফ হুইপ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা আর কোনো মন্তব্য করব না।’

(ঢাকাটাইমস/১৮মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :