মারামারি থামাতে গিয়ে নিজেই মারা গেলেন

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৩:০২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গার জীবননগরে মারামারি থামাতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম দুলাল হোসেন দুলু (৫৫)। জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুলাল হোসেন দুলু উপজেলার নতুনপাড়া গ্রামের মৃত ফ্যান মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।

স্থানীয়দের বরাতে তিনি জানান, মঙ্গলবার রাতে নতুনপাড়া গ্রামের মোংলা হোসেন, বাদশাহ আলী ও রাজা মিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে লিপ্ত হন। এসময় পাশের চায়ের দোকানে বসে চা পান করছিলেন দুলাল হোসেন। একপর্যায়ে দুলাল হোসেন তাদের মারামারি থামাতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি। দুলাল হোসেন আগে থেকেই হার্টের রোগে ভুগছিলেন। এর আগেও তিনি একবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

ওসি আরও জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মে/এসএ)