আখাউড়ায় অতিরিক্ত দামে তেল বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শনা না করা এবং অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি করার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিন ব্যবসায়ীকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে এ জরিমানা করা হয়।
সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে বুধবার দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে অভিযান চালানো হয়। এ সময় তেলের বোতলের মূল্য ঘষামাজা করে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় এবং মূল্য তালিকা প্রদর্শনা না করায় তিন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এবং সঠিক মুল্যে পণ্য বিক্রি করার কথা বলা হয়।
জানতে চাইলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নিয়মিত বাজার তদারকির জন্য এই অভিযান। এসময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আখাউড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মো. জাকির হাসান প্রমুখ।
(ঢাকাটাইমস/১৮মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আড়াইহাজারে মাদ্রাসার শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

কুড়িগ্রামে বিএসএফের ধাওয়া নদীতে নিখোঁজ দুই শিশু

শিক্ষকের পিটুনি খেয়ে আইসিইউতে দুই স্কুলছাত্রী

পদ্মাপাড়ে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণের জায়গা পরিদর্শন

গাইবান্ধার যমুনায় তলিয়ে গেল স্কুল ভবন

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন সম্পন্ন

পাবনায় ‘পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ নামে স্থিরচিত্রের উদ্বোধন

সালথায় শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, আটক ১
