চীনা বিমান উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিধ্বস্ত হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মে ২০২২, ১৭:৫৪

চীনের চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিধ্বস্ত করা হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার বিমান বিধ্বস্তের ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট এ তথ্য জানায়।

ওই কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে বিমানটির যান্ত্রিক কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। পরে বিমানে থাকা ক্রু সদস্যদের কর্মকাণ্ডের উপর মনোযোগ দেওয়া হয়।

তবে যুক্তরাষ্ট্রের এ দাবি সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি ওই বিমানের নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং কোম্পানি। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি)ও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের মার্চে চীনের কুনমিং থেকে গুয়াংজুতে যাওয়ার সময় বিধ্বস্ত হয় চীনা বিমানটি। এতে বিমানে থাকা ১২৩ যাত্রী এবং ৯ ক্রুসহ সব সদস্য নিহত হন।

(ঢাকাটাইমস/১৮মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :