নাইজেরিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৯

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৮:১১

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কানোর এক বাজারের নিকট গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভবন ধ্বসে নয়জন নিহত হয়েছে। দেশটির জাতীয় জরুরি পরিষেবা এবং প্রত্যক্ষদর্শীরা তথ্যটি জানিয়েছেন। খবর আল-জাজিরার।

মঙ্গলবার কানো শহরের সাবোন গারি এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মুস্তাফা হাবিব আহমেদের বরাত দিয়ে আল-জজিরা জানিয়েছে, ওয়েল্ডিং দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নয়জন নিহত হয়েছে। জরুরী পরিষেবার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় ধ্বংসস্তূপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়।

বিস্ফোরিত ভবনের পাশেই একটি বিদ্যালয় ছিল। বিস্ফোরণের খবর শুনে অভিভাবকরা তাদের সন্তানদের নিতে বিদ্যালয়ে ছুটে আসেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে স্কুলের শিশুদের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চল রাজ্যের রাজধানী কানো ইসলামিক স্কলারশিপের কেন্দ্র এবং ট্রান্স-সাহারান বাণিজ্যের বাণিজ্যিক হটস্পট হিসেবে বিখ্যাত।

(ঢাকাটাইমস/১৮মে/এসএটি)