মাদ্রাসা সুপার ও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ: তদন্তের নির্দেশ ডিসির

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৮ মে ২০২২, ১৯:০৪

কিশোরগঞ্জের মিঠামইনের ‘শ্যামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা’র সুপারিন্টেন্ডেন্ট আমিনুল হক ও সহকারী কৃষিশিক্ষক হাসান মো. ফরহাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্থানীয় সুশীল সমাজের একজন সচেতন নাগরিক মৌলিক অধিকার সংশ্লিষ্ট এ অভিযোগ করেছেন।

এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে সরেজমিনে তদন্তের নির্দেশ দেন।

এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা বলেন, সুবিধা মতো যে কোনো দিন তদন্তের তারিখ ধার্য করে চিঠি ইস্যু করা হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, সুপার মো. আমিনুল হকের বিধিবদ্ধ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও স্বজনপ্রীতিসহ সহকারী কৃষিশিক্ষক হাসান মো. ফরহাদের কর্তব্য কাজে অবহেলা ও অনিয়ম-অন্যায় চূড়ান্ত মাত্রায় পৌঁছলে তা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :