সিগারেট না দেওয়ায় মাথা ফাটালো যুবকের

পটুয়াখালীর বাউফল উপজেলায় সিগারেট না দেওয়ায় মো. হাসান মাতব্বর (৩২) নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবককে গতকাল বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতমঙ্গলবার রাতে উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারি বাজারে ওই ঘটনা ঘটেছে।
হাসান মাতব্বর ওই ইউনিয়নের চরমিয়াজান গ্রামের বাসিন্দা আবুল মাতব্বরের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভান্ডারি বাজারের একটি চায়ের দোকানে বসে সিগারেট সেবন করছিলেন হাসান। একই দোকানে পাশাপাশি বসে ছিলেন স্থানীয় চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বশার ও স্থানীয় মোনাসেফ হাওলাদারের ছেলে মো. দুলাল হাওলাদার। ওই সময় হাসানের কাছে দুলাল হাওলাদার সিগারেটটি চান। তাকে সিগারেট না দিয়ে হাসান একাই সেবন করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে দুলাল হাওলাদার (৪৫) হাসানের ওপর হামলা চালান এবং ওই দোকানের চায়ের কাপ দিয়ে হাসানের মাথায় জোরে আঘাত করেন। হাসানের মাথা ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক দফায় বমি করেন।
স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ট্রলারে করে রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ওই রাতে টাকার অভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। গতকাল বুধবার সকালে আশংঙ্কাজনক অবস্থায় হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউপি সদস্য আবুল বশার বলেন, সিগারেট না দেওয়ার কারণেই আমার সামনেই হাসানের ওপর দুলাল হামলা চালিয়েছে।
এ ঘটনার পর দুলাল হাওলাদার গাডাকা দিয়েছে। তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘ আহত ব্যক্তি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/১৮মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আড়াইহাজারে মাদ্রাসার শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

কুড়িগ্রামে বিএসএফের ধাওয়া নদীতে নিখোঁজ দুই শিশু

শিক্ষকের পিটুনি খেয়ে আইসিইউতে দুই স্কুলছাত্রী

পদ্মাপাড়ে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণের জায়গা পরিদর্শন

গাইবান্ধার যমুনায় তলিয়ে গেল স্কুল ভবন

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন সম্পন্ন

পাবনায় ‘পুলিশের বন্ধু বঙ্গবন্ধু’ নামে স্থিরচিত্রের উদ্বোধন

সালথায় শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, আটক ১
