ভৈরবে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ | ১৮ মে ২০২২, ২০:২৩ | আপডেট: ১৮ মে ২০২২, ২০:২৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জের ভৈরবে রানিয়া ইসলাম জিম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি পৌর  শহরের নিউটাউন এলাকার সাঞ্জু মিয়ার স্ত্রী জিম।  বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গৃহবধূর নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক আবদুল জব্বার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূ জিমের লাশটি উদ্ধার করি।  কি কারণে সে আত্মহত্যা করল তার স্বামী বলতে পারছেন না। গৃহবধূর গলায় ওড়না পেচিয়ে বাসার ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)