বিশ্বজুড়ে খাদ্যের সংকট হতে পারে ভয়াবহ, সতর্ক করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মে ২০২২, ১১:৩২ | প্রকাশিত : ১৯ মে ২০২২, ১০:৩৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত সমাধান করা না গেলে আগামী মাসগুলোতে বিশ্বজুড়ে খাদ্যের সংকট ভয়াবহ আকার ধারণ করতে হতে পারে। আর এই জন্য রাশিয়া-ইউক্রেন সমস্যার দ্রুত সমাধানের তাগিদ দিয়েছে এই রাষ্ট্রপুঞ্জ।

নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব কতটা ভয়াবহ সে বিষয়ে কথা বলছিলেন। গুতেরেস বলেন, ‘এই যুদ্ধ পরিস্থিতিতে খাদ্যপণ্যের দাম ক্রমবর্ধমান। আর এই কারণে দরিদ্র দেশগুলো খাদ্য সংকটে পড়তে পারে।’

যুদ্ধের আগের সময়ে ইউক্রেন যেভাবে তাদের পণ্য রপ্তানি করত, দেশটি যদি পুনরায় তা করতে না পারে তাহলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ নেমে আসতে পারে বলেও মনে করছেন জাতিসংঘ মহাসচিব।

তিনি বলেন, আমরা বলতে চাই, এই সংঘাত বিশ্বের লাখ লাখ মানুষকে অপুষ্টি, অনাহার এবং দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে। আর এই দুর্ভিক্ষ বছরের পর বছর স্থায়ী হতে পারে।’

এক প্রতিবেদনে বিবিসি বলেছে, যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর বন্ধ থাকায় দেশটি থেকে পণ্য রপ্তানিও বন্ধ। সূর্যমুখী তেল, ভুট্টা এবং গমের মতো প্রয়োজনীয় পণ্য বিপুল পরিমাণে জোগানদাতা দেশ ইউক্রেন। কিন্তু দেশটি এসব পণ্য রপ্তানি করতে না পারায় এরই মধ্যে এর জের পড়েছে খাদ্য ব্যবস্থায়।

জাতিসংঘের হিসাব বলছে, ইউক্রেনের রপ্তানিজনিত কারণে বিশ্বব্যাপী সরবরাহ কমেছে। আর বিকল্প জায়গা থেকে পণ্য সংগ্রহ করতে গিয়ে বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

জাতিসংঘ মহাসচিব বলছেন, ইউক্রেন থেকে পণ্য রপ্তানি স্বাভাবিক অবস্থায় ফেরাতে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে জাতিসংঘ যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৯মে/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :