ইউক্রেনে শক্তিশালী লেজার অস্ত্র ব্যবহারের দাবি রুশ উপ-প্রধানমন্ত্রীর

প্রকাশ | ১৯ মে ২০২২, ১১:০২ | আপডেট: ১৯ মে ২০২২, ১১:২৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

নতুন প্রজন্মের একটি শক্তিশালী লেজার অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের দাবি করেছে রাশিয়া।

আলজাজিরা জানায়, বুধবার এক সংবাদ সম্মেলনে লেজার অস্ত্র ব্যবহারে দাবি করেছেন রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ।

তবে এই নতুন লেজার অস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

পুতিন এই অস্ত্রকে ‘পেরেসভেট’ হিসেবে নামকরণ করেছেন।

সংবাদ সম্মেলনে উপ-প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে পেরেসভেট ইউক্রেনে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র।

তিনি আরও জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে। যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে।

(ঢাকাটাইমস/১৯মে/আরআর)