প্রথম সেশনে ৬০ রানের লিড নিল লঙ্কানরা

প্রকাশ | ১৯ মে ২০২২, ১২:২২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছে সফররত শ্রীলঙ্কা। ফলে লাঞ্চ বিরতিরে আগে ৪ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১২৮ রান। তাতে লিড নিয়েছে ৬০ রানের।

এখন ৪৪ রানে দিমুথ ও ১২ রানে ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ থেকে ৬৮ রানে পিছিয়ে থাকা শ্রীলঙ্কা চতুর্থ দিনের শেষ বিকেলটা ভালো কাটেনি। মাত্র ৩৯ রান তুলতেই হারায় দুটি উইকেট। অবশ্য সেটা কোনো চাপ মনে হয় লঙ্কানদের। কেননা পঞ্চম দিনের শুরুটা ছিল দুর্দান্ত। ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের রীতিমতো শাসন করতে থাকেন কুশল মেন্ডিস ও অধিনায়ক দিমুথ করুনারত্নে।

ব্যক্তিগত অর্ধশতকের পথেই হাঁটছিলেন মেন্ডিস। কিন্তু তাকে অর্ধশতক পূরণের সুযোগ দেননি টাইগার স্পিনার তাইজুল ইসলাম। দুর্দান্ত এক ডেলিভারিতে ডানহাতি এই লঙ্কান ব্যাটার বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল। আউট হওয়ার আগে ৪৩ বলে ৪৮ রান করেন মেন্ডিস। ব্যাট হাতে শূন্যরানে আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এবারও ঘাতক সেই তাইজুল।

(ঢাকাটাইমস/১৯মে/এমএম)