মিথিলার সঙ্গে আরেক নির্মাতার ‘বিশেষ সম্পর্কের’ গুঞ্জন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মে ২০২২, ১২:৫৪ | প্রকাশিত : ১৯ মে ২০২২, ১২:৪৫
কফির মগ হাতে পরিচালক দেবালয় ভট্টাচার্যের বুকে অভিনেত্রী মিথিলা রশীদ

সাবেক স্বামী তাহসানের সঙ্গে ডিভোর্সের পর একসঙ্গে কাজ করতে গিয়ে ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীর প্রেমে পড়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। পরবর্তীতে তাকে বিয়েও করেন। দুই বছরের বেশি সময় ধরে সংসারও করছেন। তারই মধ্যে ওপার বাংলারই আরেক নির্মাতার সঙ্গে মিথিলার বিশেষ সম্পর্ক নিয়ে গুঞ্জন চরমে।

ওই চলচ্চিত্র নির্মাতার নাম দেবালয় ভট্টাচার্য। মিথিলা সম্প্রতি দেবালয়ের ‘মন্টু পাইলট ২’ ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি মুক্তি পেয়েছে। ভালো ব্যবসাও করেছে। তারই মাঝে চর্চায় পরিচালক দেবালয়ের সঙ্গে মিথিলার ব্যক্তিগত সম্পর্ক। এ নিয়ে একটি সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন ওই পরিচালক।

তার দাবি, ‘মিথিলার সঙ্গে পরিচয় ছিল না। শুটিং সেটে আলাপ হয়েছে। ওর সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত এবং বুদ্ধিমতী একজন নারী মিথিলা। ওর সঙ্গে গল্প করতেও খুব ভালো লাগে। গানের সেন্স খুব ভালো। যদিও ছবির কাজ শেষ হয়ে গেছে। তাই এখন খুব একটা কথা হয় না। আবার দেখা হলে অবশ্যই আড্ডা হবে।’

কিন্তু চারদিকে তো নানা কথা ছড়াচ্ছে? দেবালয় বলেন, ‘হ্যা, মজা তো সকলেই করে। নানা কথা ছড়ায়। কানেও আসে। খুব মজাই লাগে। সারাক্ষণই চলে এগুলো। আর মিথিলার মত বন্ধু পেলে ভালোই লাগবে। ও কলকাতায় থাকলে একসঙ্গে চা খেতাম, কফি খেতাম, আড্ডা হত, ভালোই লাগত। মিথিলার বন্ধুর পরিধিটাও বিরাট। ভালোই লাগবে সেক্ষেত্রে।’

বর্তমান স্বামী সৃজিত মুখার্জীর সঙ্গে মিথিলার দাম্পত্যের মাঝেই নানা সাইটে দেবালয় ভট্টাচার্যকে নিয়ে নানা কথা ছড়াচ্ছে। এই পরিচালকের সঙ্গে নাকি মিথিলার ‘বিশেষ বন্ধুত্ব’ তৈরি হয়েছে। যেটি প্রেমের সম্পর্কের দিকেই ইঙ্গিত করছে। এ নিয়ে কী ভাবছেন পরিচালক দেবালয়?

এ নিয়ে অবশ্য ‘মন্টু পাইলট’ নির্মাতা সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, ‘মিথিলার সঙ্গে সৃজিতকে নিয়ে সবসময় ভালো কথাই হয়েছে। ও সৃজিতকে খুব শ্রদ্ধা করে। আমি ও সৃজিত বহুদিনের পরিচিত। আমি চাই না, এটা নিয়ে নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হোক। যে যাই বলুক, আমার মনে হয় না এ নিয়ে ওদের মধ্যে কোনো সমস্যা হয়েছে বা আগামীতে হবে।’

মিথিলা প্রথমে বিয়ে করেন ২০০৬ সালে গায়ক ও অভিনেতা তাহসান রহমানকে। তাদের একমাত্র সন্তান মেয়ে আইরা। এক যুগ সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাহসান-মিথিলার। এরপর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখার্জীকে ভালোবেসে বিয়ে করেন নায়িকা। এবার গুঞ্জন নয়া সম্পর্কের। যদিও গোটা ঘটনায় এখনো চুপ মিথিলা।

(ঢাকাটাইমস/১৯ মে/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :