৪৪ কোটি আত্মসাৎ, আরেক মামলায় পিকেসহ এক ডজন আসামি

প্রকাশ | ১৯ মে ২০২২, ১৩:২০ | আপডেট: ১৯ মে ২০২২, ১৫:২৪

জ্যেষ্ট প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ভারতে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টেরেটের (ইডি) হাতে গ্রেপ্তার প্রশান্ত কুমার হালদারসহ ১২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। 

মামলার অভিযোগে বলা হয়, প্রশান্ত কুমার হালদার ও তার সহযোগীরা একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে ৪৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।

মামলার আসামিরা হলেন- এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি ও পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার, দিয়া শিপিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শিবপ্রসাদ ব্যানার্জি, পরিচালক পাপিয়া ব্যানার্জি, এফএএস ফাইন্যান্স  অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এমএ হাফিজ, সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পরিচালক অরুণ কুমার কুণ্ডু, অঞ্জন কুমার রায়, মো. মোস্তাইন বিল্লাহ, উজ্জ্বল কুমার নন্দী, সত্য গোপাল পোদ্দার ও এফএএস ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল শাহরিয়ার।

(ঢাকাটাইমস/১৯মে/এসএস/এফএ)