দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, নেই শরিফুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৪:৩৬

চট্টগ্রাম টেস্ট শেষ হচ্ছে আজ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি আগামী ২৫ মে শুরু হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন এই ম্যাচকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। চট্টগ্রামের টেস্টের দলে থাকা শরিফুল ইসলাম এতে জায়গা পাননি।

শরিফুলের বদলে নেওয়া হয়নি আর কাউকে। স্কোয়াডে পেসার আছেন চারজন। তার হলেন- সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, রেজাউর রহমান ও শহিদুল ইসলাম।

আপাতত। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘স্কোয়াডে আমাদের খেলানোর মতো চারজন পেসার আছে। এই মুহূর্তে কাউকে নেওয়ার প্রয়োজন অনুভব করছি না। যদি টিম ম্যানেজমেন্টের পরবর্তীতে কাউকে প্রয়োজন হয়, তখন নেওয়া হতে পারে।’

এদিকে মেহেদি হাসান মিরাজ আঙুলে চোট পান গত ২৪ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে। তামিম ইকবালের ক্যাচ নিতে গিয়ে ডান হাতের কনিষ্ঠায় চিড় ধরা পড়ে তার। তখন বলা হয়েছিল, দুই সপ্তাহ বাইরে থাকতে হবে মিরাজকে। সেই সময়টা এখন পেরিয়ে যাচ্ছে চার সপ্তাহ।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেন চৌধুরী, শহীদুল ইসলাম ও রেজাউর জমান রাজা।

(ঢাকাটাইমস/১৯মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :