নজর কেড়েছে সৈকত নাসিরের ‘নেটওয়ার্ক’র পোস্টার

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মে ২০২২, ১৬:২৯ | প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৬:২৪

অনলাইন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম আই থিয়েটারের জন্য জনপ্রিয় নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘নেটওয়ার্ক’। আসছে কোরবানির ঈদে দর্শকদের জন্য উন্মুক্ত হবে সিরিজটি। মুক্তির প্রচারণা হিসেবে বুধবার অনলাইনে প্রকাশ হয়েছে সিরিজটির পোস্টার।

পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নির্মাতা সৈকত নাসির। ওটিটির জন্য নির্মিত প্রথম সিরিজের প্রথম পোস্টার প্রকাশের পর সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে সেটি। সেই সঙ্গে চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ থেকেও প্রশংসা পাচ্ছেন নির্মাতা।

সিরিজের মূল চরিত্র বেগমের চরিত্রটি প্রাধান্য পেয়েছে ওই পোস্টারে। সেখানে দেখা যায়, কারও দিকে পিস্তল তাক করে আছে বেগম। এতে সিরিজের আরেক চরিত্র তামিম ভূমিকায় অভিনয় করা সাজ্জাদ হোসাইনকে বেগমের সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাচ্ছে। সামনের টেবিলে রয়েছে মদের বোতল ও গ্লাস।

সৈকত নাসির বলেন, ‘মোট পাঁচটি সিজনে নির্মাণ করছি সিরিজটি। প্রত্যেক সিজনে আটটি করে পর্ব থাকছে। কোরবানির ঈদে আই থিয়েটারে সিরিজের প্রথম সিজন দেখা যাবে।’

গল্প নিয়ে সৈকত নাসির বলেন, ‘বাংলাদেশ, ভারত ও মায়ানমারের ক্রাইম জোন নিয়ে সিরিজের গল্প। এতদিন আমরা দেখেছি নায়করা গল্পে রাজত্ব করে। এখানে দেখব নায়িকা সবার উপরে রাজত্ব করছে। মাদকসহ অপরাধ জগতের বিভিন্ন বিষয় এতে উঠে আসবে।’

ক্রাইম থ্রিলার ধাচের এই সিরিজটিতে বেগমের চরিত্রে আছে রিয়েলি। তার বিপরীতে আছেন সাঞ্জু জন ও সাজ্জাদ হোসেন। রিয়েলিকে দেখা যাবে অপরাধ জগতের এক নারীর ভূমিকায়। তিনি বলেন, ‘সিরিজটির জন্য নিজেকে প্রস্তুত করতে আমাকে ফাইট শিখতে হয়েছে, ওজন কমাতে হয়েছে। এতে আমাকে প্রচুর মারামারি করতে হয়েছে।’

রিয়েলি ছাড়া সাঞ্জু জনকে ‘সালমান’, সাজ্জাদ হোসেনকে ‘তামিম’, রাশেদ মামুন অপুকে ‘জুলফিকার’ এবং রাহা তানহা খানকে দেখা যাবে ‘মাধুরী’ চরিত্রে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, উজ্জল কবির হিমুসহ মোট ৪৭ জন অভিনয়শিল্পীকে।

(ঢাকাটাইমস/১৯ মে/এলএম/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :