তাড়াশে ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য পরিবহনে কদর বাড়ছে

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
 | প্রকাশিত : ১৯ মে ২০২২, ১৭:০৩

কৃষিপণ্য পরিবহনে সিরাজগঞ্জের তাড়াশে ঘোড়া গাড়ির কদর দিন বাড়ছেই। চলনবিল অধ্যাসিতু তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রামের ফসলি মাঠগুলো বিলের মাঝে হওয়ায় ঘোড়ার গাড়িতে ধান বহন করতে খরচ কম। এখানকার গ্রামীণ এলাকার কৃষিপণ্য পরিবহনে আধুনিক প্রযুক্তির ছোয়ায় নির্মিত পরিবেশ বান্ধব ঘোড়ার গাড়ির কদর বাড়ছে।

জানা যায়, পুরাতন কাঠের চাকার বদলে পিকআপের পরিত্যক্ত চাকা বসিয়ে গ্রামীণ মানুষেরা তৈরি করছেন এই নতুন শ্রেণির ঘোড়ার গাড়ি। শুধু কৃষিপণ্য নয় ঘোড়ার গাড়ি ব্যবহৃত হচ্ছে ইটসহ বিভিন্ন ধরনের রকমারি পণ্য পরিবহনে। এ কারণে ধান ও নিত্যপণ্য আনা নেওয়ার কাজে ঘোড়ার গাড়ির ওপর নির্ভশীলতা বেড়েছে।

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান জানান, গ্রাম থেকে ফসলি মাঠ দূরে। সেখান থেকে ধান কাটা ও বহনের জন্য শ্রমিকদের ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দিতে হয় বিঘা প্রতি। সেখানে ধান কাটতে শ্রমিকদের আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা দেয়া হয় আর ঘোড়ার গাড়িতে বহনে দেড় হাজার থেকে ২ হাজার টাকা দিতে হয়। এতে প্রতিবিঘা ২ হাজার থেকে ৩ হাজার টাকা অতিরিক্ত খরচ থেকে বেচে যাচ্ছে। তাই এ অঞ্চলের কৃষকেরা এখন ঘোড়ার গাড়িতে করেই কৃষিপণ্য বহন করছেন।

ঘোড়ার গাড়ি চালক আব্দুল বারিকসহ কয়েজন জানান, তারা সাধারণত মাইক্রোবাসের পুরোনো চাকা দিয়ে ঘোড়ার গাড়ি তৈরি করেন। প্রতিটি গাড়ি তৈরি করতে খরচ পড়ে ১২-১৪ হাজার টাকা। আর ঘোড়া কিনতে লাগে আরও ২৫-৩০ হাজার টাকা। দিনে আয় হয় ২ হাজার থেকে ৩ হাজার টাকা। যেখানে অন্য কোনো গাড়ি সাধারণত চলাচল করতে পারে না সেখানেই তারা মালামাল বহন করে থাকেন বলেও জানান তারা।

(ঢাকাটাইমস/১৯মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :