ফেসবুক পোস্ট দেখে অসহায় নারীকে টিন দিলেন ইউএনও

প্রকাশ | ১৯ মে ২০২২, ১৯:২৬

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জের মাধবপুরে সাংবাদিক পোস্ট দেখে এক অসহায় নারীকে নগদ অর্থ ও টিন দিলেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলার শাহজানপুর ইউনিয়নের এক অসহায় নারীকে ৩ বান টিন ও নগদ ৩৫০০ টাকা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১২ মে এক স্থানীয় সাংবাদিক শংকর পাল সুমন ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। সেখানে উল্লেখ করা হয় এক অসহায় নারীর জীবন যাপন নিয়ে। ওই নারী উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অসুস্থ  নৃপেন্দ্র পালের স্ত্রীকে নীলিমা পাল একটি ভাঙ্গা ঘরে বসবাস করে আসছে অনেক দিন যাবত। অসহায় নারী জানায়, পরিবারের একমাত্র উপার্জন করা তার স্বামী অনেক দিন ধরে অসুস্থ হয়ে ঘরে পরে আছে। বর্ষা কাল আসলেই ভাঙ্গা ঘরে বৃষ্টি পানি পরে সব ভিজে যায় রাতের বেলায় ঘুমাতে পারি না। আমার অভাবের সংসার এক ছোট ছেলের উপার্জন ঠিক মতে খেতে পারি না ঘর কি করে মেরামত করব। সাংবাদিক শংকর পাল ভাইয়ের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে ৩ বান টিন দিয়েছেন ও নগদ অর্থ প্রদান করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানায়, সাংবাদিক শংকর পাল সুমন ফেসবুকে এক অসহায় নারীকে নিয়ে একটি স্ট্যাটাস করেন এই পোস্টের ভিত্তিতে খোঁজ নিয়ে আজকে ওই নারীকে প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে ৩বান টিন ও নগদ ৩৫০০ টাকা প্রদন করা হয়।

এ বিষয়ে সাংবাদিক শংকর পাল সুমন জানায়, আমাদের এলাকার দক্ষিণ সুরমার নীলিমা পাল ভাঙ্গা ঘরে বসবাস করে এটা নিয়ে ফেসবুকে পোস্ট দেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ফেসবুকের পোস্ট দেখে প্রতিমন্ত্রী মাহবুব আলীর নির্দেশে ৩বান টিন ও নগদ টাকা প্রদান করে। তিনি আরও জানায় ফেসবুকে পোস্ট দেখে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক ওই নারীকে ৩ হাজার টাকা ও বিশিষ্ট ব্যবসায়ী সুজন রায় ২ হাজার টাকা প্রদান করেন

(ঢাকাটাইমস/১৯মে/এআর)