আমরা যা চাই তা এখনই, ধৈর্য ধরি না

প্রকাশ | ১৯ মে ২০২২, ২০:০০ | আপডেট: ১৯ মে ২০২২, ২০:০৭

হাকিমুল ইসলাম তারেক

মিরপুরে মেট্রোরেল এর কাজ শুরু হওয়ার সময় আমার এক বন্ধু বলেছিলো "দেখ, এই রাস্তাটার কী অবস্থা করেছে, মানুষকে অযথাই ভোগান্তিতে ফেলেছে। এই দেশটাকে শেষ করে ফেলল!!" আজ আমার সেই বন্ধুই মেট্রোরেলের কাজের অগ্রগতি দেখে বলে,"দেখ কী সুন্দর লাগে এখন রাস্তাটাকে; দেশের উন্নতি হলে খুব ভালো লাগে রে।"

আমরা মানুষ খুব অদ্ভুত এক প্রাণী। আমরা যা চাই তা এখনই চাই, এই মুহুর্তেই চাই। আমরা ধৈর্য ধরতে চাই না। ধৈর্য ধরতে জানি না। আমরা সময় দিতে চাই না, অপেক্ষা আমাদের সহ্য হয় না।

আমরা কোনো কিছু সম্পর্কে না জেনেই সেটার গ্রহণযোগ্যতা সম্পর্কে অবগত না হয়েই একটা কিছু বলে ফেলি। আমরা ভবিষ্যৎ বাণী অনুমান করতে ওস্তাদ। কিছু সম্পর্কে না জেনেই গ্রন্থ লিখে ফেলতে পারি।

আওয়ামী লীগ সরকার দেশরত্ন শেখ হাসিনার সরকার। এই সরকার বাইরের দেশ থেকে এসে বাংলাদেশ চালান না। ওনারাও এই দেশেরই। এই দেশেই জন্মেছেন, এই দেশের আলো বাতাসেই বড় হয়েছেন। এই দেশকে তারাও ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই দিনের পর দিন আমরা উন্নয়নের মুখ দেখতে পাচ্ছি।

আপনার আমার চেয়ে দেশরত্নের এই দেশ নিয়ে চিন্তা অনেক বেশী। দেশরত্নের জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেখানে এই বাংলাদেশের জন্ম দিয়েছেন সেখানে দেশরত্নের চেয়ে এই দেশকে নিয়ে আর বেশী কেউ চিন্তা করবে?

আপনি আমি কী কখনো চিন্তা করতে পেরেছি যে দেশের এতো সমস্যার সমাধান কী? না, আমার কেউই তা পারিনি। কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদের জানা অজানা হাজারো সমস্যা সমাধানের চিন্তা করেছে, তা বাস্তবায়নে সকল প্রকার কাজ করছে। আর দেশের কোথায় কোন স্থাপনা দেশকে উন্নত করবে, কীভাবে মানুষ ভালো থাকবে সেই লক্ষ্যে কাজ করছেন।

প্রত্যেক জিনিসেই সময় লাগে ভাই। সময় দিন। দেশ উন্নত হবেই, দেশের মানুষ ভালো থাকবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

লেখক: সাবেক ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

(ঢাকাটাইমস/১৯মে/এমএম)