এডিস লার্ভা: ১০ অঞ্চলে ঢাকা উত্তর সিটির জরিমানা

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে ১০ দিনের বিশেষ অভিযানের তৃতীয় দিনে ১০টি অঞ্চলে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বিভিন্ন অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মোট ১৬টি মামলায় দুই লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ট্রেড লাইসেন্স না থাকায় ছয়টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এডিসের লার্ভা পাওয়ায় তিনটি মামলায় মোট এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা সেক্টর ৭, ৯, ১০ ও খিলক্ষেত এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বাসা বাড়ি ও নির্মাণাধীন ভবনে ফাঁকা প্লট, ড্রেন ঝোপঝাঁড়ে কিউলেক্স মশক বিরোধী অভিযান ও সমন্বিতভাবে এডিসবিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ওয়ার্ড ৫১ এর উত্তরা সেক্টর ১৩-তে এডিস মশার বিস্তার রোধে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। চারটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়ায় চারটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা হোটেল ও টং দোকানগুলো অপসারণ করে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
অঞ্চল-১০ এর ৩৮ নম্বর ওয়ার্ড এলাকায় এডিস মশার বিস্তার রোধে বিশেষ অভিযানে আবাসিক ভবন ও কারখানাগুলো পরিদর্শন করা হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক লার্ভা থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি মামলায় মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অঞ্চল-৪ এর আওতাধীন ১০ নম্বর ওয়ার্ড এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী অভিযান পরিচালনা করেন। অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় চারটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ১৩ নম্বর ওয়ার্ডের মনিপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ট্রেড লাইসেন্স না থাকায় ২টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসব অঞ্চলে অভিযান চলাকালে এডিস মশার লার্ভা পাওয়ায় মোট ২ লাখ ৭৯ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৬টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যান্য অঞ্চলগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে এডিস মশা নির্মূলে সতর্ক করে দেয়া হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।
গত ১১ মে সকালে রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় অংশ নিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসি এলাকায় ১০ দিনের মশা (ডেঙ্গু ও এডিস) নিধন কর্মসূচির ঘোষণা দেন। ১৭ থেকে ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে।
(ঢাকাটাইমস/১৯মে/কেআর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

শুধু কীটনাশক দিয়ে নয়, ডেঙ্গুকে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: মেয়র তাপস

নতুন ওয়ার্ডের উন্নয়ন কাজ শেষ হলে জলাবদ্ধতা দূর হবে, আশা মেয়র আতিকের

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলবে: মেয়র তাপস

আজ থেকে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত

বাবা-মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রের আত্মহত্যা

ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটিতে গণ-লিফলেট বিতরণ কর্মসূচি কাল

অনলাইনে পাখি বিক্রি, বনবিভাগের অভিযানে ৪০ পাখিসহ ধরা যুবক

বায়ুদূষণের শীর্ষে ঢাকা

তেলেগু-হরিজন সম্প্রদায় থেকে ৭৫ পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দক্ষিণ সিটির
