উন্নত চিকিৎসার জন্য খুলনার মেয়র সিঙ্গাপুরে

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০২২, ২২:৩১

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এখন অনেকটাই সুস্থ। তবে পুরোপুরি সুস্থতার জন্য তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানযোগে ঢাকা ত্যাগ করেছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাগ্রহণ শেষে ২৭ মে সন্ধ্যায় তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

মেয়র পত্নী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, ভাতিজি সুমাইরা সুলতানা সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন। সিটি মেয়র সকলের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক গত ৭ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেলা ১১টার দিকে খুলনার গোয়লখালী শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন।

পরে তাকে ৮ মে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় সিএমএইচ নেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :