নিজের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল চালকের

প্রকাশ | ২০ মে ২০২২, ১২:৫৬

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজের গাড়ির নিচে চাপা পড়ে মো. মুসলিম উদ্দীন (৫২) নামে এক গাড়ির চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত মুসলিম জামালপুর সদর থানার বানিয়া বাজার এলাকার মৃত নজু শেখের ছেলে।

দুর্ঘটনা কবলিত গাড়িটি সরানো সম্ভব না হওয়ায় মহাসড়কের ঢাকামুখী লেইনে ২শ মিটার অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার কারখানার ভারী যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো ট্রাকটি। মধ্যরাতে নিজামপুর কলেজ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি উল্টে যায়।  চালক জীবন বাঁচাতে দরজা দিয়ে লাফ দিয়ে বের হওয়ার চেষ্টা করলে নিজের গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহবুব আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজের সামনে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে।

যানজট নিরসনে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।

(ঢাকাটাইমস/২০মে/এসএ)