‘দেশবিরোধীরা লুকিয়ে আছে, সতর্ক থাকুন’

প্রকাশ | ২০ মে ২০২২, ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশবিরোধীরা সাপের মতো গর্তে লুকিয়ে আছে মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বলেছেন, ‘দেশবিরোধীরা সময় মতো ছোবল দিতে আবারো বেরিয়ে আসবে। তাই আওয়ামী লীগের সব নেতাকর্মীকে এই বিষধর সাপ থেকে সর্তক থাকতে হবে।’

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ে মৎসজীবী লীগ আয়োজিত শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সোবহান গোলাপ এসব কথা বলেন।

আব্দুস সোবহান গোলাম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এরপর ২৪ হাজার যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে। একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনীদের বিচারকার্য বন্ধ করে দিয়েছে।’

গোলাপ বলেন, ‘দেশবিরোধীরা মরে নাই, সাপের মত গর্তে লুকিয়ে আছে।  সময় মতো ছোবল দিতে আবারো বেরিয়ে আসবে।’ তাই আওয়ামী লীগের সব নেতাকর্মীকে এই বিষধর সাপ থেকে সর্তক থাকার আহ্বান জানান তিনি।

আবদুস সোবহান গোলাপ বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কোটি জনতা সেদিন রাজপথে নেমে এসেছিল এবং জাতির পিতার কন্যাকে ফুলেল মালা দিয়ে বরণ করেছিল। সেদিন শেখ হাসিনা ফিরে না এলে আজকে দেশের এত উন্নয়ন হতো না। বিশ্বব্যাপী বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না।

গোলাপ বলেন, ‘পদ্মাসেতু করার সময় ডক্টর ইউনূস বিশ্বব্যাংককে অর্থ না দিতে বিরোধিতা করেছেন এবং ষড়যন্ত্র করেছেন। তার জন্য পদ্মসেতুর কাজ থেমে থাকেনি। খালেদা-নিজামি ও চারদলীয় জোট সরকারের নির্দেশে হাওয়া ভবনে ষড়যন্ত্র করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। ওই সময় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎসজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দী,  মৎসজীবী লীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক। এ সময় মৎস্যজীবী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০মে/এমএইচ/কেএম)