স্বরাষ্ট্রমন্ত্রী বললেন গণকমিশনের ভিত্তি নেই, কী বলছেন কমিশন চেয়ারম্যান?

সিরাজুম সালেকীন, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মে ২০২২, ১৮:৫৮ | প্রকাশিত : ২০ মে ২০২২, ১৮:৩৮

ধর্ম ব্যবসার অভিযোগ এনে ১১৬ জন আলেমের বিরুদ্ধে অভিযোগ তোলা গণকমিশনের আইনগত ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলছেন, মন্ত্রী এমনটি কেন বলছেন তা তিনি জানেন না।

গণকমিশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় শামসুদ্দিন চৌধুরী মানিক ঢাকাটাইমসকে বলেন, ‘উনি তো (স্বরাষ্ট্রমন্ত্রী) আমাদের গণকমিশনের প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেছেন। আমাদের আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এখন কেন এমনটি বলেছেন, জানি না।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের নিয়ে গঠিত গণকমিশনের চেয়ারম্যান হিসেবে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এই কমিশনে সদস্য হিসেবে আছেন ব্যারিস্টার তুরিন আফরোজ।

গত ১২ই মে গণকমিশন ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। দুর্নীতি দমন কমিশন—দুদকে দেওয়া সেই শ্বেতপত্রে ১১৬ জন ব্যক্তির বিরুদ্ধে ‘ধর্ম ব্যবসা, সারাদেশে মৌলবাদী তৎপরতা, সাম্প্রদায়িক সন্ত্রাস, জ্বালাও-পোড়াও, অনিয়ম, দুর্নীতি ও মুদ্রাপাচারের অভিযোগ আনা হয়েছে।

গণকমিশনের এই তালিকার বিষয়ে শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। এসময় মন্ত্রী বলেন, 'গণকমিশনের আইনে কোনো ভিত্তি নেই। তারা একটি বই প্রকাশ করেছে ‘২০০৩ এ সন্ত্রাস’ নামে। বইয়ের ভেতরে কী লিখেছে তা আমি জানি না। এগুলো আমাদের দেখতে হবে। তারা কাদের নামে সন্ত্রাস ও দুর্নীতির দায় দিয়েছেন এগুলো আমরা কেউই কোনো তদন্ত করিনি। সুতরাং এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তারা দিয়েছেন। আমরা না দেখে বলতে পারব না, দেখে বলতে হবে।'

এদিকে শামসুদ্দিন চৌধুরী মানিক ঢাকাটাইমসকে বলেন, '...স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনেছি। উনি তো (স্বরাষ্ট্রমন্ত্রী) আমাদের গণকমিশনের প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেছেন। উনি আমাদের আশ্বাস দিয়েছিলেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনবেন। কালকে (শনিবার) আমরা এটা নিয়ে বৈঠক করব, পরে আমরা সাংবাদিক সম্মেলন করব।’

(ঢাকাটাইমস/২০মে/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই, ছুটি সরকারি ছুটির চেয়ে কম নয়

সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধান শক্ত অবস্থানে রয়েছে: স্পিকার

বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হতো: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :