চেনা রূপে ফিরেছে তেঁতুলতলা মাঠ

ওমর ফারুক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০২২, ১৭:২৩ | প্রকাশিত : ২০ মে ২০২২, ১৮:৪৮

চেনা রূপে ফিরেছে আলোচিত তেঁতুলতলা মাঠ। শিশুদের খেলাধুলায় কেউ আর বাধা দিচ্ছে না। ধর্মীয়-সামাজিক অনুষ্ঠান করতে পারছেন স্থানীয়রা। স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে মাঠ।

গত এপ্রিল মাসে রাজধানীর কলাবাগানে অবস্থিত মাঠটি পুলিশ অধিগ্রহন করে থানা ভবন নির্মাণের কাজ শুরু করে। পরে মাঠটি রক্ষার জন্য এলাকাবাসী ও নাগরিক সমাজের আন্দোলন শুরু হয়। একপর্যায়ে মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সৈয়দা রত্না ও তার ছেলে মোহাম্মদ ঈসা আব্দুল্লাহকে গ্রেপ্তার করে কলাবাগান থানা পুলিশ।

এরপর আন্দোলন বেগবান হলে প্রধানমন্ত্রীর নির্দেশে তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের কাজ বন্ধ করা হয়। ফলে রক্ষা পায় তেঁতুলতলা মাঠ।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, তেঁতুলতলা মাঠ ফিরে গেছে স্বাভাবিক রূপে। স্থানীয় বাসিন্দারা হাঁটাচলা, গাল-গল্প করছেন। শিশুরা মনের আনন্দে খেলাধুলা করছে।

স্থানীয় বাসিন্দা মাহবুবুল হক বলেন, মাঠ নিয়ে জটিলতা নিরসনের পর আর কেনো সমস্যা হয়নি। আমরা আগের মতোই মাঠ ব্যবহার করতে পারছি। শিশুরা খেলাধুলা করছে।

তেঁতুলতলা মাঠের দক্ষিণ পাশে অবস্থিত ভাই ভাই স্টোরের স্বত্ত্বাধিকারী জিহাদ হোসেন ঢাকাটাইমসকে বলেন, পুলিশের ঝামেলার পর আর কোনো সমস্যা হয়নি। ঈদুল ফিতরে আমরা সবাই মিলে এখানে ঈদের নামাজ আদায় করেছি। মাঠটি আগের অবস্থায় ফিরে এসেছে।

মাঠে খেলারত শিশু আরিফ বলে, আমরা এখন আগের মতো খেলাধুলা করতে পারছি। কোনো সমস্যা হয় না। মাঠের পরিস্থিতি ঠিক হওয়ায় আমরা সবাই খুশি।

মাঠরক্ষা আন্দোলনের নেতৃত্ব দেয়া সৈয়দা রত্না ঢাকাটাইমসকে বলেন, তেঁতুলতলা মাঠ এখন স্বাভাবিক রূপে ফিরে গেছে। মাঝখানে একবার পুলিশ এসেছিল। এরপর আর আসেনি। মাঠটি রক্ষা পাওয়ায় আমরা সন্তুষ্ট।

আর কোনো পুলিশি হয়রানির সম্মুখীন হয়েছেন কি না- এমন প্রশ্নে সৈয়দা রত্না বলেন, গ্রেপ্তার থেকে মুক্তির পর আর কোনো পুলিশি ঝামেলায় পড়তে হয়নি।

গত ২৪ এপ্রিল পুলিশ তেঁতুলতলা মাঠে প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে সৈয়দা রত্না সেখানে গিয়ে ফেসবুক লাইভ শুরু করেন। পরে রাষ্ট্রীয় কাজে বাধার অভিযোগ তুলে সৈয়দা রত্না ও তার ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের বিক্ষোভের মুখে রবিবার রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানা থেকে দুজনকে মুক্তি দেওয়া হয়।

পরবর্তীতে তেঁতুলতলা মাঠ নিয়ে আন্দোলন আর নানামুখী আলোচনার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মাঠ খেলার জন্য থাকবে বলে নির্দেশনা দেন।

(ঢাকাটাইমস/২০মে/ওএফ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :