এশিয়া কাপ: শ্রীলঙ্কায় না হলে আয়োজক হবে বাংলাদেশ

প্রকাশ | ২০ মে ২০২২, ২০:০৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পাকিস্তান থেকে এশিয়া কাপের ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরিত হয়। কিন্তু অর্থনৈতিক সঙ্কট ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত শ্রীলঙ্কারও আয়োজক দেশ হওয়ার সুযোগ হাতছাড়া হতে যাচ্ছে। আর শেষ পর্যন্ত সেটাই হলে এশিয়া কাপের আসন্ন আসর বসবে বাংলাদেশে।

ক্রিকেট ডটকম সম্প্রতি এমন তথ্যই নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী ক্রিকেটডটকম-এর প্রতিবেদন অনুযায়ী এসিসি এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশকে আদর্শ স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে এসিসির এক কর্মকর্তা ক্রিকেট ডটকমকে জানান, ‘এই মুহূর্তে বাংলাদেশই একমাত্র বিকল্প এবং চূড়ান্ত সিদ্বান্ত হবার আগে শ্রীলংকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এসিসি। আগষ্টের শেষ দিকে এবং সেপ্টেম্বরের শুরুতে আরব আমিরাত ম্যাচ আয়োজনের বিকল্প নয়।’

উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ছয় দলের লড়াই। দ্বিবার্ষিক এই টুর্নামেন্ট হতে যাচ্ছে চার বছর পর। ২০১৮ সালে শেষবার সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল এশিয়া কাপ।

(ঢাকাটাইমস/২০মে/এমএম)