রুবলে লেনদেনে অস্বীকৃতি, ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মে ২০২২, ২০:১২

ইউক্রেনে সামরিক অভিযানকে কেন্দ্র করে রাশিয়ার উপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা বিশ্ব। এ নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় অবন্ধু দেশগুলোর সঙ্গে ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ‘রুবল’ এ লেনদেনের কথা জানিয়েছিল রাশিয়া। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানানোয় ফিনল্যান্ডে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

বিবিসি জানায়, ফিনল্যান্ডের রাষ্ট্রীয় এনার্জি ফার্ম গাসুম এক বিবৃতিতে গ্যাস সরবরাহ বন্ধের তথ্য জানিয়েছে।

বিবৃতিতে গ্যাস সরবরাহ বন্ধের ঘটনাকে ‘দুঃখজনক’ বলে জানায় গাসুম। তবে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করলেও আপাতত নিজ দেশের গ্রাহকদের গ্যাসের চাহিদা পূরণে সক্ষম বলে জানিয়েছে।

অন্যদিকে, এক প্রতিক্রিয়ায় ক্রেমলিনের একজন মুখপাত্র বলেন, ‘ফ্রিতে কেউ কোন কিছু কাউকে সরবরাহ করবে না।’

গত সপ্তাহে ন্যাটোতে সদস্যপদের পরিকল্পনার কথা জানিয়েছিল ফিনল্যান্ড। এর প্রতিক্রিয়ায় গত রবিবার দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল রাশিয়া। এবার গ্যাস সরবরাহ বন্ধ করল রুশ গ্যাস কোম্পানি।

যদিও রাশিয়ার এসব প্রতিক্রিয়ার পরেও ন্যাটোতে যোগদানের সিদ্ধান্তে অটল ফিনল্যান্ড। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদের আবেদন করেছে ফিনল্যান্ড।

(ঢাকাটাইমস/২০মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :