সংস্কৃতি জাতির সামগ্রিকতার মর্মরূপকে স্পর্শ করে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

একটি দেশের সংস্কৃতি সেই দেশের আত্মপরিচয়কে তুলে ধরে জানিয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সংস্কৃতি শুধুই গান বাজনা নয়, সংস্কৃতি একটি জাতির সামগ্রিকতার মর্মরূপকে স্পর্শ করে। সংস্কৃতি যেমন মানুষকে বিনোদন দেয় তেমনি সংগ্রামের হাতিয়ার ও হতে পারে সঙ্গীত।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র সোনারতরীর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. অসীম সরকার। সঞ্চালক ছিলেন ড. অমিতাভ কাঞ্জিলাল।
কে এম খালিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের গৌরবময় মুক্তির সংগ্রাম সব কিছুকে উদ্দীপ্ত করেছে বাঙালির দেশাত্মবোধক সঙ্গীত। এই দেশের মুক্তিযোদ্ধারা ‘আমার সোনার বাংলা’ গাইতে গাইতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। আবার গাইতে গাইতে মৃত্যু বরণও করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় কবি নজরুল পৌত্রী খিলখিল কাজী, ড. নাশিদ কামাল, একুশে পদকপ্রাপ্ত শিল্পী খায়রুল আনাম শাকিল, অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, সাংবাদিক কাজী রওনক হোসেন ও অসীম বাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পী বর্ণালী সরকার।
রবীন্দ্র শিল্পী ড. ইখতিয়ার ওমর, নজরুল সংগীত শিল্পী শাহীন সামাদ, লোক সংগীত শিল্পী ফরিদা পারভীন, শাস্ত্রীয় সংগীত শিল্পী পন্ডিত অসিত দে ও ড. অমিতাভ কাঞ্জালালকে সোনারতরী সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
(ঢাকাটাইমস/২০মে/পিআর/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

কাতার থেকে এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি নতুন চুক্তি, সরবরাহ শুরু ২০২৬ সালে

এবারের বাজেটে সরকার ও জনগণ উভয়পক্ষ জিতবে: অর্থমন্ত্রী

বাজেট অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভা

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ব্যালটে

যুগে যুগে বাংলাদেশের যত জাতীয় বাজেট ও বাজেটের আকার

সাত বিভাগ ও ছয় জেলায় তাপপ্রবাহ, আজ তাপমাত্রা বাড়বে যেসব অঞ্চলে

বাজেট ২০২৩-২৪: তুলে ধরা হবে স্মার্ট বাংলাদেশের রূপরেখা, থাকছে ৪০ মেগা প্রকল্প

সৌদি আরব পৌঁছেছেন ৪০ হাজার ৬৬৩ হজযাত্রী

৪০ ছুঁয়েছে তাপমাত্রা
