রুশ বাহিনীর নিয়ন্ত্রণে মারিউপোল শহর

প্রকাশ | ২১ মে ২০২২, ১১:০২ | আপডেট: ২১ মে ২০২২, ১২:০৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোল সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া।

আলজাজিরা জানায়, শহরের আজভস্তাল ইস্পাত কারখানায় প্রায় দুই হাজার সামরিক ও বেসামরিক মানুষ বন্দি ছিল। গত ১৬ মে থেকে শুক্রবার পর্যন্ত চারদিনে ২৪৩৯ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। আর শুক্রবার ৫৩১ জন সেনা আত্মসমর্পণ করে। সব সেনা আত্মসমর্পণ করায় বর্তমানে শহরটি সম্পূর্ণ রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘কারখানার বেসমেন্ট এলাকা, যেখানে এতদিন ইউক্রেনীয় সেনারা আত্মগোপন করেছিল-বর্তমানে রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।’

(ঢাকাটাইমস/২১মে/আরআর)