পাঁচ দিনের সফরে ঢাকায় ইউএনএইচসিআর হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি

জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০২২, ১২:৩০ | প্রকাশিত : ২১ মে ২০২২, ১২:১৭

পাঁচ দিনের সফরে শনিবার (২১ মে) ঢাকায় এসেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। মূলত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার আহ্বান জানাতে বাংলাদেশ সফরে এসেছেন তিনি।

ফিলিপ্পোর সফরের বিষয়ে জানা যায়, রোহিঙ্গা শরণার্থীদের জন্য কক্সবাজার ও ভাসানচরে যে কার্যক্রম চলছে এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে বৈঠক করবেন হাইকমিশনার।

এছাড়া বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য দাতা এবং অংশীদারদের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা দিতে কক্সবাজার ও ভাসানচরের বৈঠকের সময় তিনি আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

পাঁচদিনের এই সফরে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচরে যাবেন। সেখানে বসবাসরত শরণার্থীদের সঙ্গে তাদের সংকট ও তা নিরসনের বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে আলোচনা করবেন।

ঢাকায় ফিলিপ্পো গ্রান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে। এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশ সফর করেছিলেন।

(ঢাকাটাইমস/২১মে/এসআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :