আমার নাম বেশি নিলে তোমার স্বামী মন খারাপ করতে পারে: মরিয়ামকে ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির ক্ষমতাসীন দল মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে উদ্দেশ্য করে ‘ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ উঠেছে।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, গত ১৯ মে দেশটির সারগোধা জনসভায় ইমরানের কড়া সমালোচনা করেন মরিয়াম নওয়াজ।
গতকাল শুক্রবার মুলতানে এক জনসভায় মরিয়ামের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, ‘বৃহস্পতিবার সারগোধায় দেওয়া মরিয়ামের বক্তব্য কেউ একজন আমাকে পাঠিয়েছেন।’
‘‘ওই ভাষণে সে (মরিয়াম) এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই-মরিয়াম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ।’
ইমরানের এ বক্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও মরিয়ামের চাচা শাহবাজ শরিফ।
এক টুইট বার্তায় শাহবাজ লিখেন, মরিয়াম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের ‘নিন্দনীয় ভাষা’ গোটা জাতির, বিশেষ করে, নারীদের শক্তভাবে নিন্দা জানানো উচিত।
‘‘দেশ ও জাতির বিরুদ্ধে করা আপনার (ইমরান খান) অপরাধ, আপনার নিচুমানের রসবোধ দিয়ে আড়াল করা যাবে না।’’
তিনি আরও লিখেন, যে ব্যক্তি মসজিদে নববীর পবিত্রতাকে সম্মান করেন না, তার কাছ থেকে কীভাবে কারও মা, বোন ও কন্যার সম্মানের প্রতি শ্রদ্ধাবোধ আশা করা যায়?
ইতিহাসে ইমরানই প্রথম ব্যক্তি যিনি কোনো দলের নেতা হিসেবে অভদ্রতার অতলে পড়েছেন। তার দল একটি জাতি গঠনের জন্য যাত্রা শুরু করেছিল, কিন্তু তার পরিবর্তে জনগণের নৈতিকতা নষ্ট করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ইমরানের বক্তব্যের সমালোচনা করে বলেন, যাদের ঘরে মা-বোন আছে, তারা এ ধরনের ভাষা ব্যবহার করেন না।
দেশটির বিশিষ্ট সাংবাদিক মেহর তারার বলেন, ‘মরিয়ামকে নিয়ে ইমরান খানের বক্তব্য অত্যন্ত কুরুচিকর। এমন কিছু তার কোথাও কাউকে বলা উচিত হয়নি। আমি কোনো ধরনের রাখঢাক ছাড়াই এর নিন্দা জানাই।’
ইমরান খানের সাবেক স্ত্রী ও সাংবাদিক রেহাম খানও ইমরানের সমালোচনা করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমি খুবই লজ্জিত যে কোনো এক সময় আমি এ ধরনের একজন বাজে লোকের সঙ্গে ছিলাম।’
(ঢাকাটাইমস/২১মে/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

করোনা-যুদ্ধে জয় ঘোষণা সাংহাইয়ের, স্কুল খুলছে বেইজিংয়ে

হাসপাতালের ৮ তলার কার্নিশ থেকে পড়ে যাচ্ছে রোগী, আতঙ্কে লোকজন

সুপ্রিম কোর্টের আদেশের পর যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে গর্ভপাত ক্লিনিক

মার্সেই, আলেকজান্দ্রিয়া এবং ইস্তানবুলে আঘাত হানতে পারে সুনামি

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

স্পেনের ছিটমহলে প্রবেশের চেষ্টাকালে ১৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

নরওয়ের নাইটক্লাবে গোলাগুলি, নিহত ২

পদ্মা সেতুর লাইভ উদ্বোধন দেখানো হবে কলকাতার ৮ পয়েন্টে

‘লবণ’ পৃথিবীকে বাসযোগ্য করেছিল: গবেষণা
