খুলনার সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধের পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০২২, ১৩:৪২ | প্রকাশিত : ২১ মে ২০২২, ১৩:৩২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর গাছ পড়ে ওই ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে ভেঙে পড়া গাছ অপসারণ করলে পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, আলমডাঙ্গায় আজ শনিবার ভোরে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। এতে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর অনেক গাছ উপড়ে পড়ে। তখন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল। ওই সময় আলমডাঙ্গা স্টেশনে নকশীকাথা এক্সপ্রেস ও কিছু একটু দূরে কপোতাক্ষ এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল। কুষ্টিয়ার হালসা স্টেশনে দাঁড়িয়ে ছিল বেনাপোল এক্সপ্রেস ও পোড়াদহ স্টেশনে দাঁড়িয়েছিল সাগরদাড়ি এক্সপ্রেস। ভেঙে পড়া গাছ অপসারণ করলে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/২১মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :