প্লে-অফে রাজস্থান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মে ২০২২, ১৫:১৯ | প্রকাশিত : ২১ মে ২০২২, ১৫:০৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) শুক্রবার রাতের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫০ রান তুলে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট এবং ২ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্যাঞ্জু স্যামসন বাহিনী।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনি। ২ রানে সাজঘরে ফেরেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড। এরপরও পাওয়ার প্লে-অফ ভুগতে হয়নি ধোনিদের। মঈন আলি ঝড়ে প্রথম ছয় ওভারে আসে ৭৫ রান।

ব্যক্তিগত ১৬ রানে আউট হন ডেভন কনওয়ে। এছাড়া ১ রানে নারায়ন জগদিশান ও ৩ রানে আম্বাতি রাইডু সাজঘরে ফেরেন। এদিকে আপনতালে খেলে যান মঈন আলি। মাত্র ৫৭ বলে ৯৩ রানের টর্নেডো ইনিংস খেলেন এই ইংলিশ অলরাউন্ডার। ১৩টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা। কিন্তু অন্য কোনো ব্যাটারই সুবিধা করতে পারেননি।

রান তাড়া করতে নেমে শুরুতেই জস বাটলারকে হারালেও জয়সওয়ালের ৪৪ বলে ৫৯ জয়ের পথেই রেখেছিল অশ্বিনদের। অপরপ্রান্তে অবশ্য উইকেট যাচ্ছিল পাল্লা দিয়েই। জয়সওয়াল যখন ফিরলেন, দলের রান তখন ১০৪; তখনো ৩১ বলে ৪৭ রান প্রয়োজন ছিল রাজস্থানের।

এ সময় ব্যর্থতার প্রমাণ দিয়ে আউট হন শিমরন হ্যাটমায়ারও। কিন্তু ব্যাট হাত যেন ভরসার প্রতীক হয়ে উঠেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র ২৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। তাতে দুই বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় রাজস্থান। আর তাতেই সেরা চারে তাদের জায়গাটাও নিশ্চিত হয়ে যায়।

(ঢাকাটাইমস/২১মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :