পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি কিশোর নিহত

প্রকাশ | ২১ মে ২০২২, ১৯:১৭ | আপডেট: ২১ মে ২০২২, ১৯:২২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে উত্তরাঞ্চলীয় শহর জেনিনে আবারো অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানের সময় ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় গণমাধ্যম সংবাদটি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নিহত কিশোরের নাম আমজাদ আল-ফাইয়েদ (১৭) । ইসরায়েলের গুলিতে আরো এক ১৮ বছর বয়সী ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ওই এলাকায় হামলা চালালে জেনিনের শরণার্থী শিবিরের বাইরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আল-ফাইয়েদের শরীরের ওপরের অংশে প্রায় ১২ রাউন্ড গুলি বিদ্ধ হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সন্দেহভাজন ফিলিস্তিনিরা তাদের সৈন্যদের ওপর গুলি চালায় এবং তাদের দিকে ফায়ার বোমা নিক্ষেপ করে। সৈন্যরা সন্দেহভাজনদের দিকে সরাসরি গুলিছুড়ে পাল্টা জবাব দেয়।

নিহত কিশোর ওই সন্দেহভাজনদের একজন কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠী কিশোরটিকে তাদের অন্যতম সদস্য বলে বর্ণনা করেছে এবং জানিয়েছে, সে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে তাকে রাইফেল হাতে দেখা গেছে।

সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলির কেন্দ্র জেনিন অঞ্চলটি মার্চের শেষের দিকে আক্রমণের লক্ষ্যবস্তু হয়। মার্চের পর থেকে ইসরায়েলি বাহিনী এখানে কয়েবার অভিযান চালিয়েছে, সন্দেহভাজনদের খুঁজে বের করার অভিযান। ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ প্রায়শই উভয় পক্ষের মারাত্মক পরিণত হয়েছে।

(ঢাকাটাইমস/২১মে/এসএটি)