এক লাফে ৪২০০ টাকা বেড়ে স্বর্ণের ভরি সাড়ে ৮২ হাজার

প্রকাশ | ২১ মে ২০২২, ১৯:৫১ | আপডেট: ২১ মে ২০২২, ২০:০৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের বাজারে ভরিতে এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভ‌রির সোনার দাম বেড়ে দাঁড়াল ৮২ হাজার ৪৬৪ টাকা। রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন। 

তার দাবি, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তি থাকায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

এদিকে রূপার দাম অপরিবর্তিত রেখে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১৩০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১২৩ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ৮০ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

(ঢাকাটাইমস/২১মে/ ইএস)