যুদ্ধে রাশিয়ার লেজার অস্ত্র ব্যবহারের প্রমাণ নেই: পেন্টাগন

প্রকাশ | ২১ মে ২০২২, ২১:১৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি

ইউক্রেনের বিরুদ্ধে নতুন প্রজন্মের একটি শক্তিশালী লেজার অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। গত বুধবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন রুশ উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ। পুতিন এই অস্ত্রকে ‘পেরেসভেট’ হিসেবে নামকরণও করেছেন। তবে ইউক্রেনে এ ধরণের কোনো অস্ত্র ব্যবহারের প্রমাণ পায়নি বলে জানিয়েছে পেন্টাগন।

এক ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ দাবি করেন।

এর আগে সংবাদ সম্মেলনে রুশ উপ-প্রধানমন্ত্রী বলেছিলেন, ইতোমধ্যে পেরেসভেট ইউক্রেনে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র।

তিনি আরও জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে। যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে।

তবে পেন্টাগনের মুখপাত্র কিরবি বলছেন, ইউক্রেনে লেজার অস্ত্র ব্যবহার হয়েছে আমাদের হাতে এমন প্রমাণ নেই।

এদিকে রাশিয়ার লেজার অস্ত্র ব্যবহার নিয়ে ঠাট্টা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী জার্মানির তথাকথিত ‘ওয়ান্ডার ওয়েপন’ উন্নয়নের দাবির সঙ্গে তুলনা করেন তিনি।

(ঢাকাটাইমস/২১মে/এসএটি)