জার্মানিতে টর্নেডোর আঘাত, আহত ৪৩

প্রকাশ | ২২ মে ২০২২, ১২:৩৮ | আপডেট: ২২ মে ২০২২, ১৩:৪৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

জার্মানির পশ্চিমের বেশ কয়েকটি শহরে টর্নেডো আঘাত হেনেছে। ঘটনায় ৪৩ জন আহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

দেশটির প্যাডারবর্ন শহরের কর্মকর্তারা জানিয়েছেন, টর্নেডোর আঘাতে কয়েকটি ছাদ ভেঙ্গে গেছে এবং ধ্বংসাবশেষ প্রায় এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে দশ জনের গুরুতর জখম এবং একজন মহিলার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার এই অঞ্চলে তীব্র ঝড়ের আঘাতে একজন ৩৮ বছর বয়সী লোকও মারা গেছে। স্থানীয় মিডিয়া পুলিশকে উদ্ধৃত করে বলেছে যে ৩৮ বছর বয়সী লোকটি প্যাডারবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উইটগার্ট শহরে মারা গেছে।

পুলিশের পোস্ট করা ছবিতে কয়েকটা গাছ কাটা বা অর্ধেক ভাগে বিভক্ত এবং টাইলস সহ উপড়ে পড়া ছাদ দেখা যাচ্ছে। টর্নেডোর আঘাতে দেড় লাখ মানুষের শহর পাডারবোর্ন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায়।

ফায়ার বিভাগের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, প্যাডারবর্ন থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত লিপস্ট্যাডট শহরটিও সম্ভবত টর্নেডোতে আঘাত হেনেছে। যদিও কোনো আহতের খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২২মে/এসএটি)