সিটকভার ও ট্যাংকে মিলল ৮৯ বোতল ফেনসিডিল

প্রকাশ | ২২ মে ২০২২, ১৫:৫৯

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরের কানাইপুর থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্রাব। আটক ব্যক্তি তার মোটরসাইকেলের ট্যাংকে বিশেষ কায়দায় ৮৯ বোতল ফেনসিডিল লুকিয়ে আনছিল। গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। 
র‌্যাব-৮, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম জানান, ডিএডি মো. মোকলেছুর রহমানের নেতৃত্বে শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় কানাইপুর বাজারে জনৈক জাহাঙ্গীর মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার নামক দোকানের সামনে হতে মো. সোহেল আমান (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করার পর তার মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর এবং সিট কভারের নিচে বিশেষভাবে রাখা ৮৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
সোহেল আমানের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা মোবারকপাড়ায়। পিতার নাম সামসুল আলম। উদ্ধারকৃত মাদকসহ তাকে কোতয়ালী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে থানায়।

(ঢাকাটাইমস/২২মে/এআর)