নাইজেরিয়ায় নির্মাণাধীন ভবন ধসে নিহত ৪

প্রকাশ | ২২ মে ২০২২, ১৬:১৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
বিবিসি

নাইজেরিয়ার বাণিজ্যিক কেন্দ্র লাগোসের একটি তিনতলা ভবন ধসে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা জীবিতদের অনুসন্ধানের কাজ চালু রেখেছে বলে জানিয়েছে বিবিসি।

লাগোস দ্বীপের এই ভবনটি ভারী বৃষ্টিপাতের কারণে ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বিধি লঙ্ঘন করায় ভবনটি আগেই সিল করে দেওয়া হয়েছিল।

লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ওলুওয়াফেমি ওকে-ওসানিনতোলু বলেছেন, ভবনটি সিল করে দেওয়া সত্ত্বেও ডেভলপাররা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন।

নির্মাণ বিশেষজ্ঞরা বলছেন নাইজেরিয়াতে বিল্ডিং ধসে পড়ার জন্য প্রবিধানের প্রতি অবহেলাই দায়ী।

গত নভেম্বরে লাগোসে আংশিকভাবে নির্মিত বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ব্লক ভেঙে ৪০ জনেরও বেশি লোক মারা যায়।

(ঢাকাটাইমস/২২মে/এসএটি)