আখাউড়ায় আট ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ | ২২ মে ২০২২, ১৯:১৬

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আট ব্যবসাপ্রতিষ্ঠানকে বকেয়া লাইসেন্স ফি আদায় ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় হোটেল, ফার্মেসি, স্বর্ণের দোকান ও গৃহস্থালি প্লাস্টিক পণ্যসহ আটটি দোকানের হালনাগাদ লাইসেন্স না থাকায় ৬৫ হাজার টাকা বকেয়া ট্রেড লাইসেন্স ফি আদায় এবং ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, পৌর সচিব মো. লিয়াকত, উপ-সহকারী প্রকৌশলী ফয়ছাল আহাম্মদ খান, উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া, লাইসেন্স পরিদর্শক সুমন প্রমুখ।

আখাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বারবার তাগাদা দেওয়ার পরেও যারা বকেয়াসহ হালনাগাদ ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করে না তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। জুন মাস পর্যন্ত আমাদের অভিযান চলবে। সকল ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্সের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)