এবার বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২২, ২১:১৮

এবার বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ ব্যাংক। আপাতত তারা বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের কাজে তাদের অনুকূলে ডলার ছাড়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবশ্য ব্যক্তিগত ভ্রমণ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

রবিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত সব ব্যাংকে পাঠানো হয়।

আমদানি ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন কারণে দেশের বৈদেশিক মুদ্রার খরচ অনেক বেড়েছে। যে কারণে গত নয় মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮ বিলিয়ন ডলার কমেছে। এ অবস্থায় আমদানি নিরুৎসাহিত করতে বিলাসি পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত এলসি মার্জিন নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দিয়ে গত ১২ ও ১৬ মে দু’টি প্রজ্ঞাপন জারি করে অর্থমন্ত্রণালয়। তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফর নিষিদ্ধ করা হয়। পরে বাংলাদেশ ব্যাংক তাদের নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করে। আর আজ থেকে বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দেয়া হলো।

বর্তমান প্রচলিত বিধি অনুযায়ী, সরকারি, স্বায়ত্তশাসিত/আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের সদস্য, বাংলাদেশে নিবন্ধিত ও কর্মরত কোম্পানি, ফার্ম, ইনস্টিটিউট, এনজিও কর্মকর্তাদের পক্ষে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন/অংশগ্রহণ ফি বাবদ ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারে। আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সুবিধা বন্ধ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২মে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস আইএমএফের

নাটক রূপান্তর: দুঃখ প্রকাশের পর এবার বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে আইনি নোটিশ ওয়ালটনের

বিজ্ঞাপনী প্রতিষ্ঠানকে ওয়ালটনের আইনি নোটিশ, চুক্তি বাতিল

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১তম সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কর্মসংস্থান ব্যাংকের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :