আলোকবর্তিকা গুণীজন সম্মাননা পেলেন শফিক রিয়ান

আলোকবর্তিকা গুণীজন সম্মাননায় পুরস্কৃত হয়েছেন লেখক শফিক রিয়ান। সম্প্রতি লেখালেখিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পান তিনি।
উল্লেখ্য এখন পর্যন্ত শফিক রিয়ান তিনটি বই প্রকাশ করেছেন৷ দুইটি উপন্যাস 'আজ রাতে চাঁদ উঠবে না' এবং 'মেঘ বিষাদের দিন।' এছাড়াও লিখেছেন কাব্যগ্রন্থ 'বিধ্বস্ত নক্ষত্র'।
শীঘ্রই তার লিখা চতুর্থ গ্রন্থ 'দিগন্তের ওপারে' প্রকাশ পাবে৷ এ বিষয়ে তিনি বলেন, 'আমার এই বই পূর্ববর্তী বইগুলোকেও ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস৷ দিগন্তের ওপারে হয়ে উঠবে মধ্যবিত্তের সুখ-দুঃখের গল্প। যে গল্প প্রতিনিয়ত চোখের সামনে ভেসে বেড়ায় কিন্তু কেউ লক্ষ্য করেন না।'
নিজের জন্য লিখে যাওয়া লেখক পাঠকদের দারুন সাড়া পেয়ে সারা জীবন লিখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন শফিক রিয়ান৷ সাহিত্যেই নিজের পরিচিতি তৈরি করতে চান।
আলোকবর্তিকা একটি সমাজকল্যাণ মূলক সংগঠন। সুন্দর ও সুস্থ পরিবেশ গঠন, সমাজ পরিবর্তন ও দেশের কল্যাণে কাজ করে যাওয়া গুণীজনদের সম্মাননা প্রদান করে সংগঠনটি।
(ঢাকাটাইমস/২২মে/এমএইচ)
সংবাদটি শেয়ার করুন
ভাষা ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা ও সাহিত্য এর সর্বশেষ

ফেরদৌসির শাহনামা নিয়ে বইমেলায় ড. মোহাম্মদ আবুল বাশার

বইমেলায় সোমের কৌমুদীর দ্বিতীয় কবিতার বই ‘নৌকার পাটাতনে ঘুমায় প্রহর’

বইমেলায় হানিফ সংকেতের ‘আবেগ যখন বিবেকহীন’

লেখক হিসেবে বইমেলায় চিত্রনায়িকা সিবা আলী খান

বইমেলায় পাওয়া যাচ্ছে মাহাদী সেকেন্দারের গ্রন্থ ‘মুক্তিযুদ্ধের দর্শন ও বঙ্গবন্ধু’

বইমেলায় আফরোজার ‘দৃশ্যের অদৃশ্য ভাঁজ’

বই মেলায় রায়হান উল্লাহর প্রথম কাব্যগ্রন্থ মায়াপথিক

বইমেলায় স্টল নম্বর ৭৩৫: ঢাকা টাইমসে আগ্রহ পাঠক-ক্রেতা-দর্শনার্থীর

দুটি কবিতা
