ভারতসহ ১৬ দেশে সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা

প্রকাশ | ২৩ মে ২০২২, ১০:১৮ | আপডেট: ২৩ মে ২০২২, ১১:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

কয়েক দিন ধরে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই বাড়ছে করোনা। এই পরিস্থিতিতে ১৬টি দেশে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। খবর গালফ নিউজের।

দেশগুলো হলো- ভারত, লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ এবং ভেনেজুয়েলা। 

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত নতুন করে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। কিন্তু বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সৌদি আরবে এখনও মাঙ্কিপক্সে আক্রান্ত কারও খোঁজ মেলেনি বলে জানিয়েছে দেশটির প্রশাসন। দক্ষিণ আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন ইউরোপ এবং আমেরিকার বাসিন্দারা। এই অবস্থায় সমস্ত দেশকে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১২টি দেশে ৯২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তবে এতে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৩মে/এফএ)