কুবি বিএনসিসি প্লাটুনের ক্যাডেট আরিফা দিল্লি সফরের জন্য নির্বাচিত

প্রকাশ | ২৩ মে ২০২২, ১১:১৭

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট কর্পোরাল আরিফা আক্তার দিল্লি সফরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী।

রবিবার বিএনসিসির হেডকোয়ার্টার পযার্য়ে ৩ ধাপে মৌখিক ও লিখিত পরীক্ষার পর তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২২মে) তিনি ময়নামতি রেজিমেন্ট থেকে মৌখিক এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হেডকোয়ার্টার পযার্য়ের জন্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশের যুব রাষ্ট্রদূত হিসেবে ভারতের দিল্লিতে সম্পূর্ণ সরকারি খরচে ভ্রমণের সুযোগ পেয়েছেন তিনি। আগামী জুলাই মাসে ভারতের ৭৫ তম  প্রজাতন্ত্র দিবস পূর্তি উপলক্ষ্যে দিল্লিতে অনুষ্ঠিতব্য স্পেশাল ইয়ুথ এক্সচেঞ্জ পোগ্রাম এ তিনি অংশগ্রহণ করবে।

তার এই অর্জনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের অভিভাবক প্লাটুন কমান্ডার ২/লে: (বিএনসিসিও) অধ্যাপক ড.মো: শামিমুল ইসলাম বলেন, `দিল্লির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় গেস্ট হিসেবে মনোনীত হয়েছে কুবির অর্থনীতি বিভাগের ১৩ তম আবর্তনের শিক্ষার্থী আরিফা আক্তার। বিএনসিসি থেকে বাংলাদেশের ১০-১২ জন যাবে আমি যতদূর জানি। কুবি বিএনসিসি প্লাটুন পরিবার তার এই অর্জনে গর্বিত ও আনন্দিত।‘

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)