নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১০

প্রকাশ | ২৩ মে ২০২২, ১১:২৯

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণার সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনের এই দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- বাসের চালক ময়মনসিংহের নান্দাইল এলাকার সবুজ মিয়া এবং হেলপার সুনামগঞ্জের ধর্মপাশার সোহেল মিয়া। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শাহ্ পরান নামক একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের ধর্মপাশা দিকে যাওয়ার পথে নেত্রকোনার চল্লিশা বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছায়। এসময় বারহাট্টা থেকে ধান বোঝাই একটি ট্রাক ঢাকার ধামরাই যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। 

সংঘর্ষে ঘটনাস্থলেই বাস চালক সবুজ মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত হেলপার সোহেল মিয়াকে ময়মনসিংহ নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত ১০ জনকে নেত্রকোণা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় সকাল সাড়ে ৫টা থেকে ৯টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে ময়মনসিংহ থেকে পুলিশের একটি ক্রেন এসে দুঘর্টনায় কবলিত বাস ও ট্রাককে রাস্তার মাঝ খান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

নেত্রকোনা মডেল থানার এস আই জাহিদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩মে/এসএ)