প্রবল ঝড়ে কানাডায় অন্তত ৮ জনের প্রাণহানি

প্রকাশ | ২৩ মে ২০২২, ১৩:১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

উত্তর আমেরিকা মহাদেশের দেশ কানাডার সবচেয়ে জনবহুল দুই প্রদেশ অন্টারিও ও কিবেকে প্রবল বজ্রঝড়ে আট জন প্রাণ হারিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি সপ্তাহের শনিবার বিকালে অন্টারিও ও কিবেক প্রদেশের উপর দিয়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে বজ্রসহ ঝড় বয়ে যায়।

এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৩২ কিলোমিটার।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, দুর্গতদের জন্য জরুরি সহায়তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘‘ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কথাই আমরা বিবেচনায় রেখেছি এবং বিদ্যুৎ সরবরাহ চালু করতে যে কর্মীরা কাজ করছেন, তাদের বিষয়টিও ভাবনায় আছে।’’

এক টুইট বার্তায় রবিবার অন্টারিও প্রদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কোম্পানি হাইড্রো ওয়ান জানায়, ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে, তাদের কর্মীরা সেটি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

বর্তমানে প্রায় ২ লাখ ২৬ হাজার বিদ্যুৎবিহীন রয়েছে। সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরায় সচল করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে জানিয়েছে হাইড্রো ওয়ান।

(ঢাকাটাইমস/২৩মে/আরআর)