আততায়ীর গুলিতে নিহত ইরানের বিপ্লবী গার্ডের কর্নেল

প্রকাশ | ২৩ মে ২০২২, ১৪:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইরানের ক্ষমতাধর বিপ্লবী (রেভ্যুলেশনারি) গার্ডের কর্নেল সাইয়াদ খোদাই আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার বলেন, ২০২০ সালে একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করার পর ইরানে এই প্রথম বড় কোনো নিরাপত্তাভঙ্গের ঘটনা ঘটল।

এলিট কুদস বাহিনীর জ্যেষ্ঠ সদস্য কর্নেল সাইয়াদ খোদাই ঘটনার সময় নিজ বাড়ির সামনে গাড়িতে ছিলেন। এ সময় দুইজন বন্দুকধারী মোটরসাইকেলে এসে পাঁচটি গুলি করে।   

তবে এই ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।   

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ বলেছেন, কর্নেল ইরানের ঘোরতর শত্রুদের হাতে নিহত হয়েছেন। তার ভাষায়, এরা আন্তর্জাতিক মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী।

তিনি আরও বলেন, যেসব দেশ দাবি করে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তারা দুঃখজনকভাবে চুপ রয়েছে এবং সমর্থন করছে। এর আগে এই ধরনের উচ্চ পর্যায়ের কোনো হত্যাকাণ্ড হলে ইরানের কর্মকর্তারা ইসরায়েলকে দায়ী করেছে।

ইরানের কুদস বাহিনী হচ্ছে দেশটির রেভ্যুলেশনারি গার্ডের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যারা বিদেশে তাদের অভিযান পরিচালনা করে। এই বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যজুড়ে নানা হামলার পেছনে বাহিনীটি দায়ী, এমন অভিযোগ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র।

(ঢাকাটাইমস/২৩মে/আরআর)