বাংলাদেশে জ্বালানি তেল বেচতে চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ মে ২০২২, ১৫:২৬ | প্রকাশিত : ২৩ মে ২০২২, ১৪:৪৯

রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘কীভাবে তেল কেনা যায়, তা পর্যালোচনা করছে বাংলাদেশ এবং সম্ভাব্যতা যাচাই বাছাই করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

সোমবার সকালে বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ নিয়ে এখনো চিন্তার কিছু নেই। এরই মধ্যে রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে। এর সম্ভাব্যতা যাচাই বাছাই করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।’

এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াতে যাচ্ছে- এমন ইঙ্গিত দিয়ে নসরুল হামিদ বলেন, ‘দাম বাড়লেও তা নিম্নবিত্ত ও সাধারণ মানুষের জন্য যেন সহনীয় থাকে সেই চেষ্টা করবে সরকার।’

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজেলের দাম সমন্বয় করার এখনই কোনো সম্ভাবনা নেই। তবে আমরা দেখছি। কারণ কয়েকদিন পরই আবার দাম বাড়তে পারে। অমুক দেশে দাম কমলে আমাদেরও দাম কমাতে হবে- এসব বলা হয়। কিন্তু অমুক দেশে দাম বাড়লে তখন দাম বারানোর কথা তো বলা হয় না। জ্বালানি তেলের দাম আমরা যেভাবে রেখেছি, সেভাবেই স্থিতিশীল রাখতে চাই।’

(ঢাকাটাইমস/২৩মে/কেআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :