নর্থ সাউথের চার ট্রাস্টিকে আদালতে পাঠিয়েছে পুলিশ

প্রকাশ | ২৩ মে ২০২২, ১৪:৫৭

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস

জমি কেনার নামে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৪ ট্রাস্টিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন- এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

সোমবার দুপুর ১টার দিকে এই চারজনকে আদালতে পাঠানো হয় বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

আগের দিন রবিবার তাদের আগাম জামিন আবেদন সরাসরি খারিজ করে পুলিশে সোপর্দ করেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসামিদের তখনই গ্রেপ্তার করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করতে শাহবাগ থানা পুলিশেক নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

গ্রেপ্তার এই চার আসামি ছাড়াও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালীকে মামলায় আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ সরকারের সুপারিশ বা অনুমোদনকে পাশ কাটিয়ে বোর্ড অব ট্রাস্টিজের কতিপয় সদস্যের অনুমোদন বা সম্মতির নামে ৯০৯৬ দশমিক ৮৮ ডেসিমেল জমি কেনা বাবদ অর্থ আত্মসাৎ করেছেন। তারা ৩০৩ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৪৯৭ টাকা অতিরিক্ত অর্থ অপরাধজনকভাবে দেওয়া-নেওয়া করে টাকা স্থানান্তর করে মানি লন্ডারিং করেছেন।

(ঢাকাটাইমস/২৩মে/এসএস/ডিএম)